বিনোদন ডেস্ক,সময় সংবাদ.কম–
ঢাকাঃ অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে সুস্থ আছেন তিনি আবার অভিনয়ে ফিরছেন। পাথরের মন শিরোনামের একটি ছবিতে খুব শিগগিরিই তাকে দেখা যাবে। ছবির বাজেট নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।
নতুন এই ছবিটির পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ এবং প্রযোজনাও করবেন ডিপজল নিজে।
ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন নায়ক সায়মন। আর এই ছবিতে তিনি নাকি নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন।
ছটকু আহমেদ জানান, ছবির জন্য ডিপজল নিজেই গল্প তৈরি করেছেন। সিঙ্গাপুরে চিকিৎসার ফাঁকে মেয়ে অলিজার সঙ্গে বসে গল্পটি ভেবেছেন তিনি।