স্টাফ রিপোর্টার,সময় সংবাদ বিডি–
ঢাকা: আগামী ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল মহাসমাবেশ করবে জাতীয় পার্টি।জাতীয় পার্টির পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করবে।
গতকাল সোমবার(৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের এই তথ্য জানানো হয়।
প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি পদে অ্যাডভোকেট আব্দুল হামিদের নাম প্রস্তাব করবেন।
হুসেইন মুহম্মদ এরশাদ এর নেতৃত্বে সারাদেশে রোড মার্চ এবং লঞ্চ মার্চ পরিচালনা করা হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, আলহাজ সাহিদুর রহমান, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, নুর–ই–হাসনা লিলি চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নানসহ আরও অনেকে।