ক্রীড়া ডেস্ক,সময় সংবাদ.কম–
ঢাকা: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো পাকিস্তান।তবে ৩-০ ব্যবধানে জিততে পারলে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার হাতছানি পাকিস্তানের সামনে।
ধারাবাহিকতা বজায় রেখে সেই লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে দলটি।ইতিমধ্যে তারা টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে।
এই সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। ঘরের মাঠে শেষ ম্যাচ জিতলেই নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে ওঠে যাবে সরফরাজ বাহিনী।