স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকা: ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুরে চলন্ত বাসের সাথে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে ২জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।
শনিবার সকাল আটটার দিকে এই র্মমান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অনেক গুরুতর।
স্থানীয়রা জানান, কানাইপুর এলাকার সংর্ঘষের খবর পেয়ে অতি দ্রুত ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহতদের সবাইকে উদ্ধার করে ফরিদপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নামপরিচয় এখন যানা যায়নি।