স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি- ঢাকা:তিতাস গ্যাসের আওতাধীন সব সিএনজি ফিলিং স্টেশনে মধ্যরাত (মঙ্গলবার রাত ১২টা) থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন বন্ধ থাকবে বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।
তিতাসের গণসংযোগ বিভাগের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, পেট্রোবাংলা থেকে পাঠানো একটি চিঠিতে সারাদেশের ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা বলা হয়েছে।
ঈদের ছুটির সময় কলকারখানায় গ্যাসের ব্যবহার কম থাকায় গ্যাসক্ষেত্রের রক্ষণাবেক্ষণের জন্য এ সময়কে বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে ঈদের ছুটির শেষ দিন ছিল মঙ্গলবার। ফলে বুধবার সারাদিন ফিলিং স্টেশনগুলোতে গ্যাস বন্ধ থাকলে বিপত্তির আশঙ্কা করা হচ্ছে।