মো: সেলিম হোসেন, যশোর জেলা প্রতিনিধি
যশোর: শহরের শংকরপুর বাসটার্মিনালে বৃহস্পতিবার সন্ধ্যায় পিকআপের ধাক্কায় বীথি (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
ওই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পিকআপটিকে পুলিশ জব্দ করতে পারেনি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী জানান, শংকরপুর বাস টার্মিনাল এলাকার লিটনের মেয়ে বীথি বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সড়কের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় বীথি।
ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবরোধের কারণে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত খুলনা-বেনাপোল সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।