সময় সংবাদ বিডি,গাজীপুর:-গাজীপুরের শ্রীপুরে মেয়ের শ্লীলতাহানির চেষ্টা ও গরুচুরির বিচার না পেয়ে রেললাইনে বাবা-মেয়ের চাঞ্চল্যকর আত্মহত্যা মামলার মূল আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। শনিবার দুপুরে তিনি জানান, এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
গত ২৯ এপ্রিল সকালে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল-সংলগ্ন এলাকায় মেয়ে আয়েশাকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কৃষক হযরত আলী।
জানা গেছে, হজরত আলীর পালিত মেয়ে আয়েশা আক্তারকে (৯) স্থানীয় বখাটে ফারুক ধর্ষণের চেষ্টা করে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল হোসেনের কাছে গেলে তিনি থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেন। পরে হালিমা লিখিতভাবে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযোগটি পরিবর্তন করে জিডি হিসেবে তালিকাভুক্ত করে তদন্ত করে। পুলিশ তদন্ত করায় ওই শিশুটিকে নিপীড়নকারীরা ক্ষুব্ধ হয়ে হজরত আলীর একটি বড় ষাঁড় চুরি করে নিয়ে জবাই করে খেয়ে ফেলে। হয়রত আলীর স্ত্রী হালিমা গরুচুরির অভিযোগ নিয়ে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করে পুলিশ।