স্টাফ রিপোর্টার,সময় সংবাদ বিডি–
ঢাকা: সিরিয়ার ইদলিব শহরে আত্তঘাতীদের বিমান হামলায় নিহত হয়েছে ২০ জন বেসামরিক নাগরিক।
গতকাল বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের প্রধান রামি আবদেল রাহমান জানিয়েছেন, সিরীয় বাহিনীর হামলায় দক্ষিণাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ১৫ বেসামরিক নিহত হয়েছে। অপরদিকে, প্রতিবেশী ইদলিব প্রদেশের সারাকেব শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় পাঁচ বেসামরিক নিহত হয়েছে।
উল্লেখ্য যে ২০১১ সাল থেকে সিরিয়ার সংঘাতে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ নিহত হয়েছে।