আন্তর্জাতিক ডেস্ক, সময় সংবাদ বিডি:-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরোধীদের ওপর প্রথমবারের মতো বিমান হামলা চালানো শুরু করেছে রাশিয়া। বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
মার্কিন ওই কর্মকর্তা বলেন, সিরিয়ার হোমস শহরের পশ্চিমাঞ্চলে রাশিয়া বিমান হামলা চালিয়েছে। সিরিয়ায় রাশিয়ার এ বিমান হামলার ব্যাপারে ওয়াশিংটন আগে থেকেই অবহিত ছিল।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চাওয়ার পর এ বিমান হামলা চালানো শুরু করেছে সিরিয়ার মিত্র দেশটি।
এরআগে বুধবার রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ বুধবার সিরিয়ার সেনাবাহিনী নিয়োগের বিষয়ে পুতিনকে অনুমোদন দেয়।
সিরিয়ায় বিগত ৪ বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সাথে বিভিন্ন সশস্ত্র বাহিনীর সংঘর্ষ চলে আসছে। যাদের মধ্যে ইসলামিক স্টেটসহ (আইএস) কয়েকটি ইসলামিক গোষ্ঠী রয়েছে।