সময় সংবাদ বিডি- ঢাকা:নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ সাবিত আল হাসান থেকে উদ্ধার করা ২৭টি মরদেহের মধ্যে ২৫টি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লঞ্চডুবির ওই ঘটনায় এখনো পর্যন্ত কয়েকজন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, লাশ দাফনের জন্য নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়েছে। নৌ চ্যানেল খুলে দেয়া হয়েছে। যাতে করে নদীতে নৌযান চলাচল করতে পারে।
Leave a Reply