সময় সংবাদ বিডি -ঢাকা:মাদকসেবী নিহত আফগানিস্তানের রাজধানী কাবুলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৯ মাদকসেবী নিহত হয়েছে,গত শনিবার গভীর রাতে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে,নিহতরা রাতে উন্মুক্ত স্থানে ঘুমিয়েছিল।
ফরেনসিক পরীক্ষায় ঘুমানোর আগে তাদের মাদক সেবনের প্রমাণ মিলেছে। কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ জানান,রাজধানীর কুরো পর্বতের পাদদেশে গোলাগুলিতে ৯ জন নিহত হয়েছে। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,দেশজুড়ে প্রায় ২৫ লাখ মাদকসেবী রয়েছে।
তাদের বেশিরভাগই হেরোইনে আসক্ত।যা আফিম থেকে তৈরি হয়। আর এই ২৫ লাখের মধ্যে ২০ হাজার মাদকসেবী গৃহহীন। যাদের অর্ধেক কাবুলে অবস্থান করে। আফগানিস্তানে এটা বর্তমানে ভয়াবহ সামাজিক সমস্যা। উল্লেখ্য,বিশ্বে সবচেয়ে বেশি আফিম উৎপাদিত হয় আফগানিস্তানে।
Leave a Reply