
সময় সংবাদ বিডি-ঢাকা: এবার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছেন এ সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতী তানাজ রিয়া। নাম লেখিয়েছেন প্রযোজনায়। নিজের ইউটিউব চ্যানেল Super Tanaz 77 এ ঈদুল আজহার উপলক্ষে মুক্তি দিচ্ছে ওয়েব ফিল্ম “রোড নং.২৩”। ওয়েব ফিল্মটি প্রচারিত হবে ঈদের রাত বারোটা এক মিনিটে।
জানা যায়,ঢাকার একটি পরিবারের ভৌতিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। তবে এর বেশি কিছু এখন বলতে নারাজ রাখতে চান প্রিয় দর্শকদের জন্য ঈদ উপহার হিসেবেই । What the Films (WTF) এর সার্বিক সহযোগিতায় ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন,মাজেদীস শাহিদ ফাহাদ। অভিনয় করেছেন, তানাজ রিয়া নিজেই সাথে আরও আছে আরিশা এবং সুপার-ক্যাট ILYEE।
জনপ্রিয় অভিনেত্রী তানাজ রিয়া বলেন,সময় সংবাদ বিডিকে এবারের ঈদে করোনার কারণে কাজ কম করায় আমার ইউটিউব চ্যানেল এর বিশেষ আয়োজন এটি । আমার ইউটিউব চ্যানেলটি এরই মধ্যে সিলভার প্লে এ্যাওয়ার্ড পেয়েছে।এই ওয়েব ফিল্মটি ঈদে দর্শকদের বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছি।
তানাজ রিয়া জায়গীর মাস্টার,মান অভিমান, চাঁন বিরিয়ানী,অলসপুর,প্রেমনগর,মামলাবাজ,সমাজবিজ্ঞান, জয়িতা ধারাবাহিকে কাজ করছেন। এরমধ্যে অলসপুর,অনাকাঙ্খিত সত্য,ডিবি,পাগলা হাওয়ার,দিন,জামাই পাগল, মন পাখি তার অভিনীত নাটক বেশ জনপ্রিয়তা পেয়েছে।