সময় সংবাদ বিডি-ঢাকা: সম্প্রতি সময়ে ইসরাইল টসিরিয়া ও ইরাকে থাকা ইরানী,কুদস,হিজবুল্লাহর বিভিন্ন ঘাটিতে রেমপেজ সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েন।
বলে রাখা ভালো যে এটি ইসরাইলের তৈরি নতুন ধরনের সুপার ওয়েপন্স,উক্ত মিসাইলটি লং রেঞ্জের,আর উক্ত মিসাইল গুলি সিরিয়ান ও ইরানি এয়ার ডিফেন্স সিস্টেম ডিটেক্ট করতে পারলেও একটিও ড্রেস্ট্রয় করতে পারেনি। মানে প্রতিটি হামলার সময় নিখুঁতভাবে টার্গেটে হিট করেছে।
এই মিসাইলটি গুলির বিস্তারিত তথ্য ইন্টারনেটে পাওয়া যায়নি। তবে এতে নতুন ধরনের প্রযুক্তি ইসরাইল ব্যবহার করেছে। যাতে করে এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল লাঞ্চ হবার আগেই ইসরাইলী মিসাইল গুলি টার্গেটে হিট করছে।
সম্প্রতি সময়ে এই মিসাইলের ছবি প্রকাশ করেছে ইসরাইলী,পত্রিকার নিউজ সূত্র,জেরুজালেম পোস্ট এতে দেখা যায়। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিসাইলটি দেখছেন সাথে উচ্চপদস্থ ইসরাইলী সামরিক অফিসাররাও তার সাথে রয়েছে।
Leave a Reply