
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের জয়ী করতে নির্বাচনী প্রচারনার মাঠে নেমেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলসহ মহানগর উত্তর যুবলীগের নেতাকর্মীরা।
প্রচারনার সময় তারা বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের কাছে আওয়ামী সমর্থীত নৌকা মার্কা প্রতীকে আতিকুল ইসলামকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহবান জানান। এবং কাউন্সিলর প্রার্থীদের পক্ষেও ভোট চান।
আজ বুধবার ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ সহ উত্তর যুবলীগের নেতাকর্মীদের পাশাপাশি বাড্ডা থানা যুবলীগের আহবায়ক কায়সার মাহমুদকে নির্বাচনী প্রচারনার মাঠে দেখা গেছে।
এসময় ভোটারদের কাছে তারা ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী মনোনীত কাউন্সিলর প্রার্থী মাসুম গনী তাপসের পক্ষে লাটিম মার্কায় ভোট চান। এবং লিফলেট বিতরন করেন।
পাশাপাশি তারা অন্যন্য ওয়ার্ডের প্রার্থীদের পক্ষেও প্রচারনা চালিয়েছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।