
বিশেষ প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী নগরীকে ঢেলে সাজানো হচ্ছে। এই বছরের মধ্যেই দৃশ্যমান হবে নগরীর উন্নয়ন।
অাজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে ২ হাজার ৯৩১ কোটি টাকার একটি মেগা প্রকল্প একনেক অনুমোদনের অপেক্ষায়। এই প্রকল্প বাস্তবায়ন হলে পুরো এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। নগরীর উন্নয়ন দেখতে তার মেয়াদের বাকি সময়ও অপেক্ষা করতে হবেনা বলেও মন্তব্য করেন মেয়র। সরকারেরও সক্ষমতা বেড়েছে। প্রত্যেক ট্রেডকোর্সের যাচায়াত ভাতাসহ অন্যান্য খরচ দিচ্ছে। বিশ বছর আগেও এটি অকল্পনীয় ছিলো। এটি সম্ভব করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রবাসীদের আয় আমাদের জাতীয় অর্থনীতিরতে বড় অবদান রাখছে। রাজস্ব আয়ও বাড়ছে। ফলে বাজেটের আকারও বাড়ছে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত দশ বছরে কখনো নিচের দিকে নামেনি, বরং বাড়ছে। দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। আমরা নিজেদের টাকা দিয়ে পদ্মা সেতুরমত মেগা প্রকল্প বাস্তবায়নের সাহস পেয়েছি।
রাজশাহী টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, নগর পুলিশের শাহমখদুম জোনের উপকমিশনার মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-রাজশাহী মহিলা টিটিসির অধ্যক্ষ নাজমুল হক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক আবদুল হান্নান প্রমুখ। পরে রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভিরা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।