সময় সংবাদ বিডি-ঢাকা:সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা এবার কন্যা সন্তানের মা হয়েছেন। গত,৬ সেপ্টেম্বর ফেসবুকের মাধ্যমে আবারও মা হওয়ার বিষয়টি শেয়ার করেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে। সালমা লিখেছেন, মেয়ের নাম রেখেছি সাফিয়া নূর।
আমরা ভালো আছি,সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। মেয়ে ও নিজে দু’জনেই সুস্থ আছে বলে জানিয়েছেন সালমা। জানা গেছে,বেশ কয়েকদিন আগেই জন্ম নিয়েছেন সাফিয়া। কিন্তু ব্যক্তিগত কারণে সেটা প্রকাশ করেননি সালমা।
সাফিয়া নূর তার দ্বিতীয় স্বামীর সন্তান। গত বছর যুক্তরাজ্য প্রবাসী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এ সঙ্গীতশিল্পী। সালমাকে বিয়ের পর সাগরের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেছেন। এজন্য গ্রেফতারও হন সাগর।
অন্যদিকে সালমার প্রথম ঘরে স্নেহা নামে আরেকটি কন্যা সন্তান রয়েছে। এদিকে সন্তান সম্ভবা হওয়ার কারণে বেশ কিছুদিন স্টেজ প্রোগাম থেকে দুরে থাকলেও ইউটিউবে গত কোরবানি ঈদে একটি গান প্রকাশ হয়েছে এই সঙ্গীতশিল্পী
সালমার।
Leave a Reply