সময় সংবাদ বিডি- ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বিশ্বের বিভিন্ন দেশের নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে- বলে, ঘোষণা দেয় দেশটির সরকার। আন্তর্জাতিক,গণমাধ্যম সূত্রে জানা যায় গতকাল শনিবার (৩০ শে জানুয়ারি) দেশটির সরকার নির্দিষ্ট কিছু বিদেশীকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেন।
দুবাই শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম,দেশেটির গণমাধ্যমকে জানান। বিনিয়োগকারী, বিশেষ মেধাবী,বিজ্ঞান চিকিৎসা প্রকৌশলী, শিল্প,গবেষক এবং তাদের পরিবারের সদস্যদের নতুন সংশোধিত আইনে এ নাগরিকত্ব দেওয়া হয়। এসময় তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের,মন্ত্রী সভায় স্থানীয় আমির আদালতে এবং নির্বাহী পরিষদের সদস্যদের নতুন সংশোধিত আইনে নাগরিকত্ব দেওয়া হবে।
এবিষয়ে,আরব আমিরাতে সরকার জানান, দেশটিতে অবস্থানরত-মেধাবী ও দক্ষ বিদেশিদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যেই এ নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে। এর ফলে আমিরাতে আরো বেশি মেধাবী ও দক্ষ লোকজনকে আকৃষ্ট করা সম্ভব হবে।
উল্লেখ্য,আরব আমিরাতের নাগরিকত্ব সংখ্যা খুবই কম দেশটির বিপুলসংখ্যক বিদেশীরা কাজ করেন এদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশিয়ার অঞ্চলের মানুষ। এদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষ।
Leave a Reply