
সময় সংবাদ বিডি ঢাকা: এবার করোনায় আক্রান্ত হয়েছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বর্তমানে ঢাকায় তার নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে, তিনি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, আজ করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। তাতে পজিটিভ এসেছে। আমি বাসায় আছি, স্বাভাবিক আছি, বড় কোনো সমস্যা মনে করছি না। আসলে দেশ-বিদেশ জুড়ে, হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। আমি কীভাবে, আক্রান্ত হলাম বুঝতে পারছি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
বর্তমানে, খন্দকার মোশারফ হোসেন একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করছেন।