জীবনব্যাপী বঙ্গবন্ধু।
লেখক-হাসনাইন সাজ্জাদী।
জীবন জুড়েই তো তুমি আছ
তুমি রয়েছ অনন্ত অসীমে
আমরা রক্ত মাংসের শরীর যাকে বলি,
সেতো ইলেকট্রন নিউট্রন প্রোটন ও প্রোটিনে নিউক্লিয়াস
আরো কিছু গলিত পদার্থ ও জল মিলে
সাইটোপ্লাজম।
তুমি আজ বিচরণশীল সব কিছুর সমন্বয়ে
পিতা শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু বিশ্বজুড়ে।
মহাকাশে তোমার নামে তথ্যকণিকা ছুটে বেড়ায় আজকাল
সকল মাহাত্ম্যই তোমার নামে তোমাকে ঘিরে
তোমার নাম জুড়ে আছে জাতির অস্তিত্বে।
সবকিছুর মূলে তুমি,তোমার নামেই বাংলাদেশ
দেশহারা মানুষও এখানে আশ্রয় খোঁজে ফিরে
শয্যা পাতে।
সাগরে নগরে আজ যে বাঙালি জাতি
পাহাড়ে মহাকাশে আজ যে বাঙালি জাতি
সগৌরবে জাতিসংঘে আজ যে বাঙালি জাতি
তারা সবই তো তোমারই সন্তান।
তোমার নামে তথ্য উপাত্তে আজ বাঙালি জাতি
বিশ্বে বলিয়ান।
জীবন জুড়েই তো তুমি আছ
তুমি রয়েছ অনন্ত অসীমে
আমরা রক্ত মাংসের শরীর যাকে বলি,
সেতো ইলেকট্রন নিউট্রন প্রোটন ও প্রোটিনে নিউক্লিয়াস
আরো কিছু গলিত পদার্থ ও জল মিলে
সাইটোপ্লাজম।
তুমি আজ বিচরণশীল সব কিছুর সমন্বয়ে
পিতা শেখ মুজিবুর রহমান
বঙ্গবন্ধু বিশ্বজুড়ে।
মহাকাশে তোমার নামে তথ্যকণিকা ছুটে বেড়ায় আজকাল
সকল মাহাত্ম্যই তোমার নামে তোমাকে ঘিরে
তোমার নাম জুড়ে আছে জাতির অস্তিত্বে।
সবকিছুর মূলে তুমি,তোমার নামেই বাংলাদেশ
দেশহারা মানুষও এখানে আশ্রয় খোঁজে ফিরে
শয্যা পাতে।
সাগরে নগরে আজ যে বাঙালি জাতি
পাহাড়ে মহাকাশে আজ যে বাঙালি জাতি
সগৌরবে জাতিসংঘে আজ যে বাঙালি জাতি
তারা সবই তো তোমারই সন্তান।
তোমার নামে তথ্য উপাত্তে আজ বাঙালি জাতি
বিশ্বে বলিয়ান।
Leave a Reply