সময় সংবাদ বিডি- ঢাকা: করোনার প্রভাবে রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। যানজট নেই, ব্যস্ত মোড়ে মানুষের জটলাও নেই। রাস্তায় যানবাহনের সংখ্যাও কম। ছুটি থাকাতে মানুষ রাস্তায় বেরিয়েছে কম।
গত গতকালও রাজধানীর বেশকিছু জায়গায় একই চিত্র দেখা যায়। এইদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্ম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ছিল ছুটির দিন। অফিস-আদালত ছিল বন্ধ। করোনাভাইরাসের সংক্রমণরোধে, শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের না, হওয়ায় রাজধানীর চিত্র ছিল একেবারে অন্যরকম।
সকাল থেকেই রাজধানীর ব্যস্ত এলাকা ঘুরে দেখা যায়,শাহবাগ,মতিঝিল,গুলিস্তান,পল্টন, মহাখালী,বাংলামোটর,কাকরাইল,মালিবাগ, বাড্ডা,ছিল অনেকটাই ফাঁকা। রাস্তার মোড়ে মোড়ে যানজট ছিল না। যানবাহন চলেছে হাতেগোনা। একটা দুটো করে বাস আসছে। সেগুলোতে যাত্রীও হাতে গোনা।
কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টারগুলোতে কোনো মানুষ নেই। সব কাউন্টার ফাঁকা পড়ে আছে। অথচ প্রতিদিন কাউন্টারগুলোতে দীর্ঘ সারি লেগেই থাকে। করোনাভাইরাসের আতঙ্কে যাত্রী কম হয়েছে বলে জানান, স্টেশনের এক কর্মকর্তা।
তিনি বলেন,ঢাকার বাইরে যাওয়ার প্রবনতা থাকলেও ঢাকায় মানুষ খুব কম আসছে। অর্থাৎ ঢাকামুখি ট্রেনগুলো ফাঁকাই আসছে।
Leave a Reply