
সময় সংবাদ বিডি ঢাকা:ঢাকা মেট্রোপলিটন পুলিশের আরো এক সদস্যের মৃত্যুবরণ।
মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের নাম: শ্রী রঘুনাথ রায়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম-দক্ষিণের) একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন।
আজ মঙ্গলবার সকাল ৬:৩০ টায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
সম্প্রতি দেশে চলমান করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবেলায়-রঘুনাথ রায়সহ এ পর্যন্ত ডিএমপির পাঁচজন পুলিশ সদস্য করোনায় শাহাদাতবরণ করেন।