
সময় সংবাদ বিডি -ঢাকা: সম্প্রতি সারা বিশ্বে জুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি রূপ নেয়ায় এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশের কারাগারগুলোতে বন্দিদের নিয়ে শঙ্কায় রয়েছে স্বজনরা।
বর্তমানে দেশের ১৩টি কেন্দ্রীয় ও ৫৫টি জেলা কারাগারে। দেশের কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৪১ হাজার। বছরের বেশির ভাগ সময়ে দ্বিগুণ বন্দি অবস্থান করলেও গতকাল এ সংখ্যা ছিল ৯০হাজারে বেশি।
ছোট অপরাধ,সন্দেহভাজন ও কমগুরুত্বপূর্ণ মামলায় গ্রেফতারকৃতদের জামিন দেয়ার মাধ্যমে বন্দির সংখ্যা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এছাড়া ঢাকাসহ সারাদেশের আদালত থেকে প্রতিদিন প্রিজন ভ্যানে করে গাদাগাদি করে যেভাবে বন্দি কারাগারে নেয়া হয় তাতেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এইদিকে কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায় করোনাভাইরাস নিয়ে সারাদেশের মতো কারাগারগুলোতেও সতর্কতামূলক নানা ব্যবস্থা নেয়া হয়েছে। ভাইরাসটি যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য কারাগারগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আসামিদের সতর্ক করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে বন্দিদের স্বজনদের কোন প্রকার আতংকিত না,হতে বলা হয়েছে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে।