ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
চট্টগ্রামঃ ইতিপুর্বে কারাগারের কারারক্ষীর কাছে ইয়াবা উদ্ধারের পর এবার নতুন ভাবে এক হাজতির কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ রোববার ১৬ জুন দুপুরে নুর মোহাম্মদ নামের এক হাজতির পায়ুপথ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। নুর মোহাম্মদ কক্সবাজারের টেকনাফ থানা এলাকার লেদাপাড়ার হাসু মিয়ার ছেলে বলে জানা গেছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন জানান, হাজতি নুর মোহাম্মদ পায়ুপথে ৭টি ছোট পুটলি বানিয়ে ইয়াবাগুলো নিয়ে আসে। পরে সন্দেহ হলে একপর্যায়ে তাকে টয়লেটে নিয়ে গিয়ে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় নুর মোহাম্মদের নামে কোতোয়ালী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply