ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
রাজশাহীঃ রাজশাহীর কেশরহাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্য পরিষদের ব্যানারে কেশরহাট পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে কেশরহাট পৌর শাখা বিএনপির আহবায়ক আবু হেনা কামরুজ্জামান এর নাম ও ছবি ব্যাবহার করে ভুয়া পোষ্টারিং করা হয়েছে। গতকাল সোমবার দিনগত রাতে কে বা কাহারা কেশরহাট বাজারের বিভিন্ন স্থানে এই ভুয়া পোস্টার লাগিয়েছেন।
মঙ্গলবার সকাল বিষয়টি আবু হেনা কামরুজ্জামান এর দৃষ্টিগোচর হলে তিনি কেশরহাট পৌর শাখা বিএনপির দলীয় প্যাডে সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর প্রতিবাদ করেন।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি মোঃ আবু হেনা কামরুজ্জামান, আহবায়ক বিএনপি কেশরহাট পৌরসভা শাখা।গত ০৬/১০/২০২০ ইং তারিখে সকালে এলাকার বিভিন্ন ওয়ালে আমার ও দলীয় নেতৃবৃন্দের ছবি সম্বলিত জাতীয় ঐক্য পরিষদের ব্যানারে কেশরহাট পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে পোষ্টারিং করা হয়েছে।বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে।দলিও ভাবে আমার মান ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রি মোহল পোষ্টার ছাপিয়েছে।আমি আদৌ নির্বাচনে আংশ গ্রহন করতে ইচ্ছুক নই।’
‘আমি এহেন ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ষড়যন্ত্রকারীদের ধীক্কার জানাচ্ছি।’
এঘটনায় কেশরহাট বাজার এলাকায় অনেকটা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
Leave a Reply