কেশরহাট পৌর প্রতিনিধিঃ
রাজশাহীঃ আসন্ন রাজশাহীর কেশরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে নারিকেল গাছ মার্কার স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী প্রামাণিক দলীয় নির্দেশনা মোতাবেক নৌকার প্রার্থী শহিদুজ্জামান শহিদকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন করেছেন। এখন থেকেই নৌকার বিজয়ের লক্ষে কাজ করবের স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী প্রামাণিক ও তার সমর্থকরা।
শনিবার (১৬ জানুয়ারী) সন্ধায় স্থানীয় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপির উপস্থিতিতে কেশরহাট হাইস্কুল মাঠে নিজ সমর্থকদের নিয়ে নৌকা মার্কাকে সমর্থন করেন এবং আনুষ্ঠানিক ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী প্রামাণিক বলেন, আমি বেশকিছু বিষয়ের দাবি নিয়ে নির্বাচনে দাড়িয়েছি। আমি আজ নৌকার প্রার্থী শহিদুজ্জামান শহিদকে সমর্থন করছি। তবে আমার দাবি কেশরহাট বাজারের পানের হাট, গরুর হাট চালুর পাশাপাশি মাছ বাজারের ছাওনি নির্মান করে দিতে হবে। যত দ্রুত সম্ভব এই দাবিগুলো পুরোনের জন্য আহবান জানাচ্ছি। পরিশেষে তিনি তার সমর্থকদের মূল্যায়নে জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, নৌকার প্রার্থী শহিদুজ্জামান শহিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি একরামুল হক বিজয়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরসেদ আলম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন উজ্জল, বিশিষ্ট সমাজকর্মী দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
Leave a Reply