নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীঃ আসন্ন রাজশাহীর কেশরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শহিদুজ্জামান শহিদ এর পক্ষে প্রচারণা মিছিল ও পথসভা করেছে রাজশাহী জেলা আওয়ামী যুবলীগ।
বুধবার (২০ জানুয়ারী) বাদ আছর কেশরহাট বাজারের প্রধান ফটকে মিছিল শেষে এপথসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পথসভায় সভাপতিত্ব করেন, মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু।
পথসভায় জেলা ও উপজেলা যুবলীগের নেতারা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে আবু সালেহ বলে, আপনারা যারা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট ভিক্ষা করছেন। তারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আওয়ামী লীগ আজ সেই অধিকার ফিরিয়ে নিয়ে এসেছে।
তিনি আরো বলেন, যারা মাঠে রয়েছেন আমি সেই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বলছি আপনারা আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত মাঠে থাকবেন। জনগণের কাছে ভোট চাইবেন। বিএনপির কড়া সমালোচনা করে যুবলীগের জেলা সভাপতি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা কালীন সময়ে যদি সুযোগ পেত তাহলে পৌরসভাই বেঁচে দিত। তাই তিনি সকল আওয়ামী নেতাকর্মীদের নৌকা মার্কার ভোট দিয়ে শহিদুজ্জামান শহিদকে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করতে বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম।
নৌকার পথসভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, সহ-সভাপতি বেলাল সরকার, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি একরামুল হক বিজয়, রাজশাহী জেলা যুবলীগের সহ-সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাবের আলী মন্ডল, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোরসেদ আলম, পৌর ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী কেশরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply