নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীঃ রাজশাহীর কেশরহাট পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারী। সে উপলক্ষে প্রচার প্রচারণায় সরগরম পৌর এলাকা। বিএনপির প্রার্থীর প্রচারণায় মাঠে নেমেছেন জেলার ও উপজেলার নেতারা। দিনের আলোয় বিএনপির ধানের শীষের প্রচারণা তেমন একটা চোখে না পড়লেও নৌকার প্রচারণায় সরগরম রয়েছে কেশরহাট পৌর এলাকায়। যেদিকে চোখ যায় দেখা যায় নৌকার প্রচারণা জোরেসোরেই চলছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারী) ঠিক দুপুরে কেশরহাট বাজারে নৌকার প্রচারণায় মাঠে নেমেছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ারদার। আর সাথে রয়েছেন মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা বাজারের দোকানে দোকানে গীয়ে নৌকার ভোট চাচ্ছেন। মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিষয়ে জনসচেতনতা তৈরি করছেন। কাধে কাধ মিলিয়ে আলিংগন করছেন। আর বলছেন, আগামী ৩০ জানুয়ারী সবাই একসাথে ভোট কেন্দ্রে যাবেন। নৌকা মার্কায় আপনাদের মুল্যবান ভোটটি দিবেন। আপনারা যদি নৌকায় ভোট দেন শহিদুজ্জামান শহিদকে নির্বাচিত করেন। তাহলেই কেবল উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনাদের মুল্যবান ভোটে শহিদুজ্জামান শহিদ নির্বাচিত হলে পৌরসভার ব্যাপক উন্নয়ন হবে। প্রথম শ্রেণির পৌরসভায় রুপান্তরিত হবে আপনাদের এই কেশরহাট পৌরসভা।
এদিকে,নৌকা ও ধানের শীষের জনপ্রিয়তা নিয়ে সময় সংবাদ বিডির জরিপে, অধিকাংশ ভোটার চাচ্ছেন পৌরসভার উন্নয়ন। আর যেহেতু ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। সেহেতু আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শহিদুজ্জামান শহিদ। তাই ভোটাররা উন্নয়নের লক্ষে সার্বিক বিবেচনায় নৌকা মার্কাকে বেছে নিবেন। এমনটি বলছেন দলমত নির্বিশেষে ভোটারদের অনেকাংশ।
ভোটাররা বলছেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খুশবর রহমান নির্বাচিত হলেও তিনি সরকারী সুযোগ সুবিধা তেমন পাবেননা কেননা সরকারে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই তারা নৌকার বিকল্প দেখছেননা। আর এমন মন্তব্যও করেছেন পৌর এলাকার সুশীল সমাজ।
উল্লেখ্য, আজকের নৌকার প্রচারণায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের একনেতাসহ পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী আতিকুর রহমান প্রমুখ।
Leave a Reply