
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
রাজশাহীঃ রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মাস্ক পরিধান না করায় ৫ জন পথচারীর প্রত্যেকের দুইশত টাকা পরিমাণ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মো. জাহিদ বিন কাসেম এ জরিমানা আদায় করেন।
রবিবার(২০ ডিসেম্বর) বিকেলে কেশরহাট বাজারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর(পুলিশ) সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ৫ জনকে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রায় ঘন্টা কয়েক অভিযানে মূলত রাস্তার ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ মাস্ক পরিধানে জনগনের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
সময় সংবাদ বিডিকে এতথ্য নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মো. জাহিদ বিন কাসেম।
এবিষয়ে অভিযানে থাকা সহকারী কর্মকর্তা (ভুমি) মো. ইকবাল কাসেম বলেন, আমরা মাস্ক পরিধান করা বাধ্যতামূলক হওয়ায় এ অভিযান পরিচালনা করি। সেক্ষেত্রে কয়েকজনকে ২ শত টাকা করে জরিমানা করা হয়। তবে জনসচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই অভিযান।