জুয়েল রানা, কেশরহাট পৌর প্রতিনিধিঃ
রাজশাহীঃ রাজশাহীর কেশরহাট পৌরসভার (২)দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন মো. এনতাজ আলী। তিনি ডালিম মার্কা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। কেশরহাট পৌরসভার তিলাহারী ও রায়ঘাটি এই দুইটি গ্রামের সমন্বয়ে মোট ২ হাজার ১৩ জন ভোটার নির্বাচনে ভোট দিবেন। অপর কাউন্সিলর প্রার্থী কফিল উদ্দিন বোতল মার্কা নিয়ে ভোট যুদ্ধে লড়াই করছেন।
রবিবার (২৪ জানুয়ারী) রায়ঘাটি গ্রামের হল মোড়ে গিয়ে ডালিম মার্কার পোস্টার সাটানো সুসজ্জিত নির্বাচনী কার্যালয়ে বেশকিছু ভোটারের ধুমছে চা-এর আড্ডা চোখে পড়ে। ভেতরে ঢুকতেই হাত বাড়িয়ে এগিয়ে আসেন কাউন্সিলর প্রার্থী এনতাজ আলী। প্রতিবেদকের সাথে কথা বলেন ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে। এসময় তিনি কিছু প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। সর্বোচ্চ গুরুত্ব দেন একটি মডের ওয়ার্ড বিনির্মানের জন্য।
ডালিম মার্কার প্রার্থী এনতাজ বলেন, আমি ওয়ার্ডের জনগনের সেবা করতে চাই। আমি শুধু ডাল ভাত খেয়ে জীবন চালাতে পারি। কোন দুর্নীতির প্রয়োজন নেই আমার। আমি দুটো ডাল ভাত খেয়ে এই দুই গ্রামের মানুষের পাশে থাকতে চাই। চাই সেবা করার সুযোগ। যদিও এই নির্বাচন বলে না, আমি আগেও সবসময় মানুষের পাশে থেকেছি আর তাই আগামীতেও মানুষের পাশে থেকে সেবা করে যাবো।
তিনি বলেন, রাষ্ট্র প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমি নির্বাচনে অনশগ্রহণ করেছি। বর্তমান প্রধানমন্ত্রী সারা দেশে সে উন্নয়ন করেছেন, যে উন্নয়নের চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই উন্নয়নের ধারাবাহিকতায় আমি অংশ নিতে চাই। আমি কাউন্সিলর নির্বাচিত হলে এই ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধান করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে। ইনসা আল্লাহ আমি জয়ী হবো বলে তিনি তাদের মুল্যবান ভোট ডালিম মার্কা প্রতীকে দেয়ার জন্য ভোটারদের বিনিত অনুরোধ জানান।
Leave a Reply