
জুয়েল রানা, কেশরহাট পৌর প্রতিনিধিঃ
রাজশাহীঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে দিনটি পালন করেছে কেশরহাট পৌর আওয়ামীলীগ এবং পৌর ছাত্রলীগ।
সোমবার বিকেলে কেশরহাট পৌর আওয়ামীলীগের অফিসে ও পরে সন্ধায় কেশরহাট বাজার ছাত্রলীগের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শেখ হাসিনার জন্মদিন পালন করে দলের নেতাকর্মীরা।
এসময় আওয়ামী লীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী শাহিনুর রহমান শাহিন সহ অন্যান্য নেতাকর্মীরা।
পরে ছাত্রলীগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সদস্য আক্তারুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।