
রাজশাহীঃ আসন্ন রাজশাহীর কেশরহাট পৌরসভার নির্বাচন উপলক্ষে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আঃ সাত্তার মন্ডল। তিনি এর আগেও একবার একই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বহর নিয়ে মোহনপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে নমিনেশন পত্র জমা দেন আঃ সাত্তার মন্ডল।
উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ ফজলুর রহমান সময় সংবাদ বিডিকে এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কেশরহাট পৌরসভার প্রতিষ্ঠাকালীন সফল কাউন্সিলর হিসেবে সুনাম অর্জন করেছেন। তাই এবারো তিনি বিপুল ভোটে জয় লাভ করবে বলে আশা ব্যাক্ত করেছেন।
উল্লেখ্য, তৃতীয় দফায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। এ দফায় ৬৪টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। এ ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।