সময় সংবাদ বিডি-ঢাকা: রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে (২০০০) দুই হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ।
গত ১৪ মার্চ খিলগাঁও থানাধীন মেরাদিয়া হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ সাইফুল ইসলাম ওরফে আল রাশেদ (২৯) ও মোঃ তছলিম পাটোয়ারী (৩৪)।
খিলগাঁও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে,শনিবার (১৪ মার্চ,২০২০) বিকাল ৪.১৫ টায় খিলগাঁও থানাধীন মেরাদিয়া হাট ব্লক জি, রোড নং ৩ এর ফাইজুর রহমান আইডিয়াল স্কুলের পিছনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।
Leave a Reply