ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-ঢাকা: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুর পর তার আত্বার প্রতি সম্মান জানিয়ে একদিনের ছুটি ঘোষণা করেছে ডিএসসিসি।
আগামীকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী পূর্ণ দিবস অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে আগামীকাল ৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার সিটি করপোরেশনের প্রধান কার্যালয় (নগর ভবনসহ) আঞ্চলিক কার্যালয়গুলো বন্ধ থাকবে।
আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় নগর ভবন প্রাঙ্গণে মরহুম সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকলকে জানাজায় শরীক হওয়ার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply