
মো: জাহাঙ্গীর আকন্দগঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গত বুধবার গুশুলিয়া বটতলা এলাকা থেকে গরু চোর চক্রের হোতাসহ ৯টি গরু উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় টঙ্গী পশ্চিম থানার এসআই আরাফাত জানান, বুধবার দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ এসআই আলী, এ এসাই মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গুশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। চোর চক্রের একজন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে ৪টি ষাড় গরু, ৩টি গাভী ও ২টি বকনা বাছুর উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তমূলক জবানবন্দি পাওয়া গিয়াছে। চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল জলিল মানিকগঞ্জ জেলার শিবলায় থানার জাফরগঞ্জ গ্রামের হায়দার আলী মোল্লার ছেলে। উক্ত ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদ জানান, নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতার চেষ্টা অব্যাহত থাকবে।