
সময় সংবাদ বিডি- ঢাকা:জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করা টাই স্বাভাবিক। কিন্তু কাউকে দৌড়ানি দিতে হলে প্রথমে নিজে ভাল করে শিখে নিতে হয় কিভাবে দৌড়াতে হয়,তা না হলে দৌড়ানি দিতে গিয়ে দৌড়ানি খেয়ে আসার সম্ভবনা থাকে ।
জীবন-কথা শুধু নিজের মাঝেই রাখা অতিউত্তম,কারণ কিছু মানুষসদৃশ অমানুষ সুযোগ পেয়ে মাথায় বসে নিজেকে গুণী মনে করেন,আর সুযোগ ফেলে কামড় মারে,তবে বোকা গুণী এখানেই অবুঝ,গুণী অমানুষ তার জীবন চলে পরের টাকা মেরে,কিন্তু গুণী অমানুষ টা সমাজের চোখে চোর উপাধি নিয়েই মৃত্যু হয়।
এমন প্রকৃতির অমানুষরা তার ভবিষৎ প্রজন্ম কে নিরবে কাঁদায়-ধিক্কার এমন নরুপশু অমানুষদের,বিধাতা হেদায়েত দাও এই প্রকৃতির অমানুষিকতা মানুষদের । প্রকৃত সত্য উদঘাটন হবে,হবে তার রহস্য উন্মোচন,সময় তারা পালাবদলে বাতলে দিবে তার ইতিহাস । সত্যিই আমি আজ সিক্ত এই জগত ময় কিছু নিকৃষ্ট অমানুদের ভালবাসায়।