
চোখে জল আসে কেনো বলতে পারো সোনাই!
কবিতাঃ- সোনাই
—–রচনাঃ- রাণী ।
তোমাকে ভেবে চোখে জল আসে কেনো বলতে পারো সোনাই! কেনো বুকের গহিনে অজানা ব্যথায় মৃদু মোচড় কেটে ওঠে বলতে পারো সোনাই?। কেনো সেদিন তোমার দুঃখ কে ভাগ করেছিলে আমার সাথে গভীর সে রাতে। জানো সোনাই তুমি আমি বন্ধু অদ্ভুত সে মায়ায়,
হয়তো মায়াবী সে রাতে চাঁদ ওঠেনি আমাদের দুজনের জন্য। তবুও ভাগ করে নিয়েছিলাম দুজন দুজনার দুঃখ পরম মমতায় নাকি স্নেহ ভালোবাসায়।
তুমি সেদিন বলেছিলে,, আমি চাঁদের কোলে মাথা রেখে পূর্ণিমা দেখেছি কিনা, তুমি আরো বলেছিলে রাতের আঁধারে জোনাকির আলোয় জোনাকিপোকা ধরতে জোনাকির পিছু পিছু ছুটে গিয়েছি কি না। এমন অনেক প্রশ্ন তোমার ছিলো,
আমার হ্যাঁ সূচক কথা শুনে বলেছিল তুমি বড়ো ভাগ্যবতী।
আমি একা একা জীবন কে উপলব্ধি করতে চাই,এখন আর নিজেকে কষ্ট দেইনা কাউকে ভেবে সোনাই।
———–এলোমেলো কথা ।
————–মন থেকে নেয়া ।