
সময় সংবাদ বিডি- ঢাকা: সারা বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এর প্রভাব কিছুটা বাংলাদেশেও পড়েছে,তাই ইতিমধ্যে ঢাকা সহ দেশজুড়ে বেশ কিছু জায়গায় রয়েছেন লকডাউন। এরই ধারাবাহিকতায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর আন্তরিক প্রচেষ্টায় আজও (৩০ মার্চ, ২০২০) রাজধানীর ৫০টি থানায় দুই হাজার পাঁচশত ছিন্নমূল মানুষের দুপুরের খাবার সরবরাহ করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়,ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুরে ডিএমপির প্রতিটি থানায় ৫০ জন করে মোট পঁচিশশত ছিন্নমূল শিশু ও দুঃস্থ নাগরিকদের মধ্যে প্যাকেটে করে এই খাবার পৌঁছে দেওয়া হবে।