সময় সংবাদ বিডি-ঢাকা: পুলিশের লাঠিপেটায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ।
বিএনপি-ও পুলিশে সাথে তর্ক বিতর্ক বিএনপির সমাবেশে। এক পর্যায় পুলিশের লাঠিপেটায় বিএনপির মিছিল ছত্রভঙ্গ। বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ ও সমাবেশে এমন ঘটনা ঘটেছে আজ শনিবার।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে, বিএনপির পূর্বঘোষিত এই বিক্ষোভের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি এ সমাবেশ করেন। ঠিক দুপুর সোয়া ১২টার দিকে,উক্ত সমাবেশে নেতাকর্মীদের সাথে একপর্যায়ে পুলিশের তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন বিএনপি ও পুলিশ। এসময় পুলিশের লাঠিপেটা ও ধাওয়ার ঘটনা ঘটেছে।
উল্লেখ্য,বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের বক্তব্য চলার সময় এই পরিস্থিতি সৃষ্টি হয়। সে সময় পুলিশের সঙ্গে কয়েকজন নেতা-কর্মীর বাগ্বিতণ্ডা হয়। বিএনপি নেতা-কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। পুলিশের সদস্যরা তাঁদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে বিএনপির একদল নেতা-কর্মী প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এবং ঘটনাস্থলে পুলিশের লাঠিপেটায় এ সময় বেশ কয়েকজন আহত হন।
অন্যদিকে,রমনা জোনের ডিসি হারুনুর রশীদ গণমাধ্যমকর্মীদের জানান,বিএনপি বিনা উসকানিতে পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
এইদিকে,বিএনপির নেতাকর্মীদের দাবি,বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে আমরা আজ শনিবার,ফেব্রুয়ারি ১৩, ২০২১ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ করার সময় পুলিশি হামলা চালায়- এতে বিএনপি’র অর্ধশত নেতাকর্মী আহত হন।
Leave a Reply