
জাহাঙ্গীর আকন্দ,সময় সংবাদ বিডি-ঢাকা:টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: পকেট কমিটি মানিনা, মানবো না শ্লোগানের ব্যনারে টঙ্গীর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার সন্ধায় টঙ্গীর আ.লীগের আঞ্চলিক কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতা কর্মীরা জানান,গত রবিবার গাজীপুর মহানগরের ১৯নং ওয়ার্ড থেকে ৫৭নং ওয়ার্ড পর্যন্ত এক তরফা ওয়ার্ড আওয়ামীলীগের আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক (গাসিক মেয়র) জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এ আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে দলের ত্যাগি নেতা কর্মীরা পদ বঞ্চিত হয়েছেন। বিভিন্ন ওয়ার্ড থেকে পদ বঞ্চিত নেতা কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ নিয়ে আ.লীগ কার্যালয়ে উপস্থিত হয়ে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।