
জাহাঙ্গীর আকন্দ,টঙ্গী সময় সংবাদ বিডি- ঢাকা:গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় ক্যাথারসিস হাসপাতালের আগুন লাগে। রোববার সোয়া ছয়টায় শিলমুন ক্যাথারসিস হাসপাতালের ৭তম ও ৮ম তলার মাঝে একটি ষ্টোর রুমের বিদ্যুতের সট শার্কিট কারণে এঅগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
এই খবর পেয়ে টঙ্গী ফায়ার সাভির্সের তিনটি ইউনিট প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনেন। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো: আতিকুর রহমান, সময় সংবাদ বিডিকে জানান,শিলমুন এলাকায় ক্যাথারসিস হাসপাতালে আগুল লাগার খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গাড়ি সেখানে যায়।
তবে প্রচন্ড ধোয়ার কারনে আগুন নেভাতে একটু কষ্ট হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের, প্রাথমিক অবস্থায় অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখন জানা যায়নি। হাসপাতালে থাকা রোগীদের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।