সময় সংবাদ বিডি ঢাকা:জাহাঙ্গীর আকন্দ,টঙ্গী প্রতিনিধি:-টঙ্গীতে গরীব ও দুঃস্থ বেদে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে “নিজের বলার মত গল্প” নামের একটি মানবিক সংগঠনের উদ্যোগে প্রায় ২৫০টি পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম। কম্বল বিতরণকালে তিনি বলেন,নিজের বলার মত গল্প” সংগঠনের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করেছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।
এটি নি:সন্দেহে একটি ভালো কাজ। ভালোমনের মানুষেরাই এসব কাজে এগিয়ে আসেন। আমি আশা করছি তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। এসময় তিনি আরো বলেন,আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরও আমাদের জবাবদিহীতার আওতায় থেকে এসব সেবামূলক কাজ করার জন্য সব সময়ই উৎসাহ দিয়ে থাকেন। আমাদের সকলকেই এধরনের জনসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। এ সময় “নিজের বলার মত গল্প” সংগঠনের নেতাকর্মীরা ও বেদে পল্লীর লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply