
সময় সংবাদ বিডি -ঢাকা:জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী : গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর হতে ডিবি পরিচয়দানকারী এক ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার নাম হোসেন আল মামুন ওরফে রাসেল (৩৫)। পিতাঃ আলতাব হোসেন, তার নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর, হাউজিং স্টেট এলাকার।
বর্তমানে উক্তরা ৬নং সেক্টরে বসবাসরত টঙ্গী মধ্য আরিচপুরে এক ফার্মিসিতে ডিবি পরিচয় দিয়ে মোটা অংকের টাকা দাবী করে।
এসময় ফার্মেসীর মালিকের সন্দেহ হলে চিৎকার চেচামেচি করলে এলাকার সাধারণ জনগনণ ঐ প্রতারককে আটক করে টঙ্গী পূর্ব থানায় খবর দিলে এসআই আবুল কাশেমের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটস্থল থেকে ঐ প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।