
জাহাঙ্গীর আকন্দ,টঙ্গী প্রতিনিধি,সময় সংবাদ বিডি-ঢাকাঃ টঙ্গীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৫৬নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোসাঃ ময়না বেগমের উদ্যোগে একটি বিজয় র্যালী বের করা হয়েছে। বুধবার সকাল ৯টায় টঙ্গীর উত্তর আরিচপুর কো-অপারেটিভ ব্যাংকমাঠ এলাকা থেকে বিজয় র্যালীটি টঙ্গী বাজার ঘুরে চম্পাকলি হলের সামনে গিয়ে শেষ করেন।
বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন,৫৬নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোসাঃ ময়না বেগম,মো, নুরুজ্জামান শেখ, ইউসুফ শেখ,আবুল হোসেন,মনির হোসেন, স্বপন,আলম, ফিরোজা বেগম,জিয়াসমিন বেগম,রুজিনা,রুজি,বিশাল,টুটুল,নাদিয়া, সাদিয়া,ফরিদা প্রমুখ।