সময় সংবাদ বিডি-ঢাকা:জাহাঙ্গীর আকন্দ,টঙ্গী: গাজীপুর মহানগরীর টঙ্গীর হিমারদীঘি কো-অপারেটিভ ব্যাংকের মাঠ বস্তি এলাকায় গতকাল শনিবার দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-মোছা: মোমেলা (৩০) ও মোছা:ময়ূরী (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,টঙ্গী পূর্ব থানার ষ্টেশন রোড এলাকায় এনা পরিবহণ কাউন্টারের সামনে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই আশিকুল ইসলাম আশিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে হিমারদীঘি কো-অপারেটিভ ব্যাংকের মাঠ বস্তি এলাকায় অভিযান চালায়।
এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে ফেলে। পরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। পলাতক আসামীরা হচ্ছে-সাথী আক্তার (২২) ও আমেনা (৩২)।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান,তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার গ্রেফতারকৃতদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
Leave a Reply