
টঙ্গী,প্রতিনিধি: জাহাঙ্গীর আকন্দ,সময় সংবাদ বিডি -ঢাকা: গাজীপুর ও টঙ্গীতে সকাল থেকে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল চিকিৎসা সেবার ক্যাম্প করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯টায় গাজীপুর মহানগরীর টঙ্গী এরশাদনগর মজিদা স্কুল মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় অসহায় ও গরিব দুঃখীদের মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসকের সহযোগীতায় এ কার্যক্রম করা হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত সেনা বাহিনী স্থানিয়দের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করে। এছাড়াও করোনা প্রতিরোধে নানারকম দিকনির্দেশনা দেয়। এছাড়াও, গাজীপুর সদর ও কালীগঞ্জে স্থানিয়দের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।