
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম।
পুর্বের ন্যায় এবারো ঠেলাগাড়ি মার্কা প্রতিক পেয়ে নির্বাচনী প্রচারনায়। এর আগে তিনি ঠেলা গাড়ি মার্কা প্রতিক নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
প্রতিক বরাদ্ধ পেয়ে জাহাঙ্গীর আলম সময় সংবাদ বিডিকে তার অনুভতি ব্যাক্ত করেন।
এসময় তিনি বলেন, এর আগেও আমি ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছি। এবং ঠেলাগাড়ি মার্কা নিয়ে বিজয়ী হয়েছি। এবারো তাই হয়েছে। পুনরায় দল থেকে মনোনীত প্রার্থী হয়ে ঠেলাগাড়ি মার্কায় প্রচারনা শুরু করেছি।
তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী, জনগন আবারো আমাকে ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করবে। এজন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও দক্ষিন সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন আগামীতে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আজ ১০ জানুয়ারি দুই সিটির মেয়র ও কাউন্সিলরদের নির্বাচনী প্রতিক বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।