
ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সম্প্রতি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল করে পুনঃ নির্বাচন চেয়ে আদালতে পৃথক দুটি মামলা করেছেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
আজ মঙ্গলবার (৩ মার্চ) নির্বাচনি ট্রাইব্যুনাল মামলা দুইটি আমলে নিয়ে এ আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।
আদেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ ১৫ জন বিবাদীকে আগামী ২ এপ্রিল আদালতে জবাব দেয়ার জন্য সমন জারি করেছে নির্বাচনি ট্রাইব্যুনাল।
গতকাল সোমবার (২ মার্চ) ডিএনসিসির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল যে মামলা করেছেন, সে মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ও নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ ৮ জনকে।
অপরদিকে আজ মঙ্গলবার (৩ মার্চ) ডিএসসিসির বিএনপি প্রার্থী ইশরাক হোসেন যে মামলা করেছেন, সে মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব ও নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ৮ জনকে।