সময় সংবাদ বিডি ঢাকা :ঝড়ের আভাস,নদীবন্দরে ২ নম্বর সংকেত।
ঢাকাসহ ছয়,অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতের ব্যাখ্যায় আবহাওয়া অফিস বলছে, এই সংকেতের অর্থ হলো- নদীবন্দর এলাকায় নিন্মচাপের সমতূল্য তীব্রতার ঝড়,যার গতিবেগ ঘণ্টায় অনুর্ধ্ব ৬১ কিলোমিটার।
এতে নৌ-যান ডুবে যেতে বা নিপতিত হতে পারে। তাই ৬৫ ফুট বা তার কম দৈর্ঘ্য বিশিষ্ট নৌ-যান দ্রুত নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে বলা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
ছয় ঘণ্টার পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ছয় ঘণ্টার মধ্যে ঢাকা,ফরিদপুর,যশোর, কুষ্টিয়া,খুলনা ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ৮০ কিলোমিটার পর্যন্ত।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া অন্য এলাকার নদীবন্দরগুলোকেও এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেলিফোর্নিয়াতে একটি ভূমিকম্প হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
Leave a Reply