সময় সংবাদ বিডি-ঢাকা:কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধ ও হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভীড় ঠেকাতে তৃতীয়বারের মতো লকডাউন শুরু হয়েছে ফ্রান্সে।
শনিবার থেকে শুরু হওয়া লকডাউনের এ পর্বে সব স্কুল ও জরুরি নয় এমন সব দোকানপাট চার সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
শুক্রবার দেশটির ইন্টেনসিভ কেয়ার ইউনিটগুলোতে (আইসিইউ) গুরুতর অসুস্থ কোভিড রোগীর সংখ্যা ১৪৫ জন বেড়েছে,পাঁচ মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ বৃদ্ধি।
ফ্রান্সের হাসপাতালগুলোর আইসিইউতে এখন প্রায় পাঁচ হাজার রোগী ভর্তি আছে। শুক্রবার দেশটিতে রেকর্ড ৪৬ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে আর ৩০৪ জনের মৃত্যু হয়েছে।
প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ কোভিড রোগীদের জন্য হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
খবর বিবিসির।
Leave a Reply