ডেস্ক নিউজ, সময় সংবাদ বিডি-
ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর সংরক্ষীত মহিলা আসন ১, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ থেকে মনোনীত কাউন্সিলর প্রার্থী ফারহানা ইসলাম ডলি। তিনি বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সহ সভাপতি।
গতবারেও তিনি সংরক্ষীত মহিলা আসনের এই তিন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এবং এলাকার উন্নয়নে যতেষ্ঠ অবদানও রেখেছেন।
আজ শুক্রবার তিনি গ্লাস মার্কা প্রতীক পেয়ে এলাকায় নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
প্রতীক বরাদ্ধ পেয়ে ফারহানা ইসলাম ডলি সময় সংবাদ বিডিকে বলেন, পুনরায় আমাকে আওয়ামী মনোনীত করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, এর আগেও আমি সংরক্ষীত মহিলা আসনের ১, ১২ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছি। এবং জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি সকলের প্রতি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
তিনি শতভাগ আশাবাদী হয়ে বলেন, ইনসা আল্লাহ আগামী ৩০ জানুয়ারি এলাকার জনগন তাদের মুল্যবান ভোট দিয়ে পুনরায় আমাকে নির্বাচিত করে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ দিবেন। এইজন্য আমি সকলের কাছে দোয়া চাই।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও দক্ষিন সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন আগামীতে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আজ ১০ জানুয়ারি দুই সিটির মেয়র ও কাউন্সিলরদের নির্বাচনী প্রতিক বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
Leave a Reply